English

33 C
Dhaka
সোমবার, মার্চ ৩১, ২০২৫
- Advertisement -

দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

- Advertisements -

দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার উদ্যোগে প্রায় ২শ জন দুঃস্থ ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। শুক্রবার বিকেলে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নানুপুর চৌরাস্তা মোড়ে অবস্থিত চাঁদপুরজমিন টাওয়ারে ঈদ সামগ্রী বিতরণ, ইফতার মাহফিল মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ খেলাফত আন্দোলনের যুগ্ম মহাসচিব, জাতীয় দৈনিক অনুপমা ও দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক, হাজী লোকমান পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও অধ্যক্ষ মোহাম্মদ রোকনুজ্জামান রোকন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকার চাঁদপুর জেলা প্রতিনিধি ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা জজকোর্টের (জিপি) ও বিএনপি নেতা অ্যাড. আলম খান মঞ্জু, চাঁদপুর জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন রাসেল, বাগাদী দরবার শরীফের পীরজাদা ও চাঁদপুর জেলা কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি , বাগাদি আহমদিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক মাওলানা. মাহফুজ উল্লাহ খান ইউসুফী, বিশিষ্ট ব্যবসায়ী ফেরদৌস আহমেদ, চাঁদপুর প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাজহারুল ইসলাম অনিক। হাজী লোকমান পাবলিক স্কুলের সহকারী শিক্ষক প্রীতম পাটোয়ারীর পরিচালনায় আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, চাঁদপুরজমিন পত্রিকার যুগ্ম সম্পাদক খোরশেদ আলম, ফটো সাংবাদিক শাহনেওয়াজ আহমেদ, হাফেজ ফয়েজ আহমেদ, নিরাপদ সড়ক চাই এর সদস্য সচিব শফিক আহমেদ, বাগাদি ইউনিয়ন পিএনপির যুগ্ম সম্পাদক তাহের হোসেন কবিরাজ, চৌরাস্তা বাজারের ব্যবসায়ী নজরুল ইসলাম গাজী , আনোয়ার হোসেন গাজী।

এসময় হাজী লোকমান পাবলিক স্কুলের সিনিয়র শিক্ষিকা ইয়াসমিন আক্তার, হাজী লোকমান পাবলিক স্কুলের সহকারী শিক্ষক প্রীতম পাটোয়ারী, অনামিকা আক্তার, সুবর্ণা আক্তার, মিম আক্তার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনাসভায় মিলাদ পরিচালনা করেন, বাগাদী চৌরাস্তা জামে মসজিদের খতিব মাও. শাহজাহান চাঁদপুরী। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত করেন বাঘাদি দরবার শরীফের পীরজাদা মাওলানা মাহফুজুল্লাহ খানী । মিলাদ ও দোয়া শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিল শেষে ঈদ সামগ্রী অসহায়দের মাঝে বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন