শফিক আহমেদ সাজীব: ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচালক লায়ন মো. হাকিম আলী বলেছেন, দেশ ও জাতিকে উন্নত করতে হলে শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষিত জাতি ছাড়া উন্নত দেশ সম্ভব নয়। যে জাতি যত বেশী শিক্ষিত সে জাতি তত উন্নত। তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষার কোন বিকল্প নাই। তথ্য প্রযুক্তির বিশ্বে দেশকে এগিয়ে নিতে হলে নানামুখী শিক্ষার পাশাপাশি কারিগরী শিক্ষাকেও গুরুত্ব দিতে হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা নানামুখী দক্ষতা অর্জন করে। এজন্য তিনি অন্যান্য শিক্ষার পাশাপাশি কারিগরী শিক্ষাকে অধিক গুরুত্ব দিতে সকলের প্রতি আহবান জানান।
৭ অক্টোবর ২০২২ শুক্রবার বিকালে কর্ণফুলী উপজেলার শিকলবাহায় নূরাণী পাড়া সমাজ কল্যাণ পরিষদের বিনামূল্য চিকিৎসা সেবা ও দরিদ্র পরিবারের সন্তানদের বিনামূল্য নিয়মিত পাঠদান ও শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান।
আলহাজ্ব নুরুল ইসলাম ম্যানেজারের সভাপতিত্বে ও মুহাম্মদ শাহাদাত হোসেন রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের ডেপুটি ম্যানেজার আলহাজ্ব মোশারফ হোসেন, আব্দুল জলিল চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলন কান্তি দাশ, সমাজ সেবক আলহাজ্ব মুজিবুল হোসেন, মানবিক ডাঃ ফারহানা মমতাজ, শিকলবাহা পুঁলিশ ফাডির ইনচার্জ কামাল উদ্দিন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নূরানি পাড়া সমাজ কল্যাণ পরিষদের সচিব ইরফানুল হক, নূরাণী পাড়া জামে মসজিদের সহ-সভাপতি খায়ের আহম্মদ, অর্থ সম্পাদক আব্দুল করিম, এমরানুল হক, ইব্রাহিম, রিফাত, ইকবাল, আবুল কালাম, তারেক, জাবেদ সহ অনেকেই।