নিজস্ব প্রতিনিধি:- দাগনভূঞা বসুরহাট রোডস্থ লন্ডনী নাছির প্লাজা ইউনিট-১ ও ২, (২২ জানুয়ারি) দুপুর ০১ টার সময় পরিদর্শন করেন ফেনী-৩ দাগনভূঞা- সোনাগাজী আসনের পুনরায় নির্বাচিত লে: জেনারেলের (আ:) মাসুদ উদ্দিন চৌধুরী এমপি।
এসময় উপস্থিত ছিলেন, দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ আবুল হাসেম,দাগনভূঞা উপজেলা আওয়ামীলীগ সভাপতি মাস্টার কামাল উদ্দিন, রাজাপুর ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন মামুন, ১ নং সিন্দুরপুর ইউপি চেয়ারম্যান নূর নবী,সাবেক দাগনভূঞা ছাত্রলীগ সভাপতি আসিফ চৌধুরী, ২নং পৌর ওয়ার্ড কমিশনার সাইফুল ইসলাম,জাতীয় পার্টির নেতাকর্মী সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
তিনি প্লাজার বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন। এবং ব্যবসায়ীদের সাথে ব্যবসায়ীক খোঁজ খবর নেন। ওইসময় প্লাজার মালিক- সাংবাদিক হাসনাত তুহিন এবং ব্যবসায়ীদের পক্ষ থেকে এমপি’কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। সাংসদ মালিক ও ব্যবসায়ীদের আতিথিয়তায় মুগ্ধ হন।