English

22 C
Dhaka
বুধবার, মার্চ ২৬, ২০২৫
- Advertisement -

চাঁদপুর সদর হাসপাতালে শিশু ডাক্তার আব্দুল আজিজের অপেক্ষায় রোগীদের চরম দুর্ভোগ

- Advertisements -

চাঁদপুর সদর হাসপাতালের শিশু ডাক্তার আব্দুল আজিজের অপেক্ষায় রোগীদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে। এতে বিরক্ত হয়ে বহু রোগী হাসপাতাল ত্যাগ করতে বাধ্য হয়েছে।

গতকাল সোমবার মংগলবার সদর হাসপাতালে এ ভোগান্তির শিকার হন আগত শতাধিক শিশু রোগী।
জানা যায়, নিয়ম মোতাবেক সকাল সোয়া ৮টা থেকে শিশু ও তাদের অভিভাবকরা হাসপাতালের দ্বিতীয় তলায় ২১৮ নম্বর রুমের সামনে ভীড় করতে থাকে। ক্রমান্বয়ে রোগী বাড়িতে থাকে প্রায় শতাধিক। সময় গড়াচ্ছে কিন্তু ডাক্তার আজিজুর রহমানের দেখা নেই। অতিষ্ঠ হয়ে চলে যান অনেক শিশু রোগ ও অভিভাবক। এক পর্যায়ে তারা প্রতিবাদ করা শুরু করেন। সময় গড়িয়ে বেলা ১২.৫০ মিনিটে তিনি রুমে আসেন। এসেই দ্রুততার সাথে রোগী দেখা শুরু করেন। পাশাপাশি একজন ইন্টানি ডাক্তার দিয়েও রোগী দেখেন।

হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে তারা বলেন ডাক্তার রাউন্ডে আছে। রোগীদের বলতে শোনা যায় ৫ ঘন্টা রাউন্ডে কি করে। তারা জানান রাউন্ড মানে অজুহাত। আসলে দেরিতে হাসপাতালে এসে রাউন্ডে গিয়ে হাসপাতাল চেম্বার ে রোগী দেখেন। এতে রোগীরা চরম ভোগান্তির শিকার হচ্ছে প্রতিদিন।

অভিযোগ রয়েছে ডাক্তার আজিজুর রহমান প্রতিদিন বারোটা অথবা প্রায় একটার দিকে হাসপাতালে আসেন। এতে রোগীরা প্রতিদিন দুর্বিসহ ভোগান্তির শিকার হচ্ছে। অথচ সকাল আটটা থেকে দুপুর ১.৩০ টা পর্যন্ত ডাক্তাররা রোগী হাসপাতালে দেখার নিয়ম। অথচ এই সময়টা মেনে চলছেন না শিশু ডাক্তার আজিজুর রহমান। যদিও হাসপাতালের ওয়ার্ডের শিশু রোগী দেখতে সর্বোচ্চ এক থেকে দেড় ঘন্টা সময় ব্যয় হওয়ার কথা ডাক্তারদের।

অনেকে অভিযোগ করেন ওয়ার্ডে থাকার কথা বলে তিনি নিজ বাসার চেম্বারে সকাল ১০ টা অথবা ১১ টা পর্যন্ত রোগী দেখেন।

ভুক্তভোগী কয়েকজন রোগ জানান, দ্রুত এসে রোগী ঠিকমতো দেখেন না। বাচ্চাদেরকে ধরে দেখেন না। কোনরকম ওষুধ লিখে দেয়। অথচ উনার কাছেই প্রাইভেটে দেখাতে গেলে উনি ভালো ভাবে ভাবেই সময় নিয়ে দেখেন।

এ বিষয়ে ভুক্তভোগী লোকজন হাসপাতাল কর্তৃপক্ষ সহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন