English

24 C
Dhaka
বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
- Advertisement -

চাঁদপুরে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত

- Advertisements -

আজ রোববার চাঁদপুর সদর উপজেলার 8 নং বাগাদি ইউনিয়নের নানুপুর গ্রামে অবস্থিত চাঁদপুর জমিন হাসপাতালের ডায়াগনস্টিক সেন্টারে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয় উক্ত চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর জমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক, প্রকাশক রোটারিয়ান মোঃ রোকনুজ্জামান রোকন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগাটেন অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলার সভাপতি বিশিষ্ট সমাজসেবক ওমর ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আহমদিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক মাওলানা মাহফুজুল্লাহ খান , সহ-সভাপতি ফারুক আহমেদ বাদল, সাধারণ সম্পাদক সবুজ ভদ্র , চাঁদপুর সদর উপজেলার সভাপতি গোলাম হোসেন টিটু, সাধারণ সম্পাদক মৃণাল কান্তি দাস ও মোঃ কাউসার পাটোয়ারী, কুমিল্লা চক্ষু হাসপাতালের ব্যবস্থাপক, মোঃ দেলোয়ার হোসেন, চাঁদপুরজমির হাসপাতালের কর্মকর্তা ইফতেখার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার ফটো সাংবাদিক শাহনাওয়াজ আহমেদ, নিরাপদ সড়ক চাই বাগাদি ইউনিয়ন কমিটির যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম কবিরাজ, সদস্য রুহুল আমিন কবিরাজ ও সাগর হোসেন গাজী সহ অন্যান্যরা। চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠানে পাঁচশত বিশ জন রোগী চিকিৎসা সেবা নেন এবং ওষুধপত্র ও নেন।

এর মধ্যে ১২০( একশত বিশ ) জন রোগীকে অপারেশনের জন্য কুমিল্লা আলেকাচর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দরা বলেন চাঁদপুর জমিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক রোটারিয়ান মোঃ রোকনুজ্জামান রোকন যখন সপ্তম শ্রেণীতে পড়েন তখন থেকেই সমাজসেবার কাজ করতে দেখেছি তিনি যুবর একটি সেন্টার ও ইন্টারনেট ক্লাবের মাধ্যমে গরিব অসহায় মানুষের জন্য রক্তদান কর্মসূচি করেছেন এই ধারা আজও উনি রক্ষা করে যাচ্ছেন যেটা আমরা অন্য কারোর ক্ষেত্রে দেখেনি রোকনুজ্জামান রোকন মানুষের কল্যাণে কাজ করেন আমরা আজ তার ডাকে সাড়া দিয়ে এখানে এসেছি শত শত রোগীর সেবা দিচ্ছেন যা প্রশংসার দাবিদার।

তারা বলেন অনেক মানুষই প্রশাসনের উপরে সাথে চলতে গিয়ে বিভিন্ন অপরাধ করে থাকেন কিন্তু রোকনুজ্জামান রোকন সব তার উল্টোটা করেছেন তিনি সব সময় মানুষের পাশে দাঁড়ান আমরা চাই আল্লাহ পাক যেন তাকে সব সময় অসহায়দের পাশে এভাবে দাঁড়াতে পারেন সবাই মিলে তার জন্য দোয়া করব। তারা আরো বলেন রোকনুজ্জামান রোকন শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য সামাজিক কাজ গুলি করে থাকেন ইতিমধ্যে তিনি তার বাবা হাজির লোকমান পাবলিক স্কুল নামে একটি স্কুলও প্রতিষ্ঠা করেছেন আশা করি এই প্রতিষ্ঠানটি চাঁদপুরের অন্যতম প্রতিষ্ঠান হিসেবে তিনি ঘরে তুলবেন। সবশেষে শত শত রোগীদের নিয়ে এক দোয়া অনুষ্ঠিত হয় দোয়া পরিচালনা করেন বাগাদি দরবার শরীফের পীরজাদা মাওলানা মাহফুজুল্লাহ খান ইসুফি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন