তীরে বসে কথা বলার সময় কর্ণফুলী নদীতে পড়ে যাওয়া জুতা তুলতে গিয়ে প্রাণ গেছে দুই কিশোরের। এসময় এক কিশোর জুতা তুলতে গিয়ে নদীতে পড়ে গেলে তাকে টেনে তুলতে গিয়ে তার বন্ধুও নদীতে পড়ে যায়। তলিয়ে যাবার পর খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে তাদের লাশ উদ্ধার করে।
১৭ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার ফিরিঙ্গিবাজারে নেভাল-টু হিসেবে পরিচিত অভয়মিত্র ঘাট এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।
নিহত দুই কিশোর হলো- নগরীর আলকরণ দোভাষ কলোনির ঝন্টু দেবের ছেলে অংকন দেব (১৫) এবং দোলন দাশের ছেলে জয়ন্ত দাশ জিতু (১৬)। এদের মধ্যে অংকন নগরীর জেএম সেন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র এবং জিতু আলকরণ উচ্চ বিদ্যালয়ের একই শ্রেণীর ছাত্র।
নগর পুলিশের কোতোয়ালী জোনের সহকারী কমিশনার নোবেল চাকমা বলেন, ‘আলকরণ এলাকার সাত স্কুল ছাত্র নদীর তীরে বসে কথাবার্তা বলছিল। এসময় জিতুর স্যান্ডেল পড়ে যায় নদীতে। কর্ণফুলী নদীতে তখন জোয়ার ছিল। জিতু সেটি নেওয়ার চেষ্টা করলে পা পিছলে নদীতে পড়ে যায়। তাকে টেনে তুলতে গিয়ে অংকনও পড়ে যায়। দু’জনই তলিয়ে গিয়েছিল। জানতে পেরে এলাকার লোকজন নদীর তীরে জড়ো হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে নদীতে তল্লাশি করে তাদের উদ্ধার করে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দুই কিশোরের মৃত্যুর ঘটনায় নগরীর আলকরণ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নদীর তীরে প্রথমে শত, শত মানুষ জড়ো হয়। পরে চমেক হাসপাতালেও জড়ো হয়েছে শোকার্ত এলাকাবাসী। স্বজন এবং এলাকার লোকজনের আহাজারি চলছে হাসপাতালে।
আলকরণ এলাকার বাসিন্দা ওমরগণি এমইএস কলেজের একাদশ শ্রেণীর ছাত্র জীবন দে বলেন, ‘শুক্রবার ফিরিঙ্গিবাজার মেরিনার্স রোডের মাঠে ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছিল। যারা নদীর তীরে গিয়েছিল তারা সবাই একই টিমের ছিল। খেলার বিষয়ে কথাবার্তা বলতেই মূলত তারা সেখানে গিয়েছিল। সেখানে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। অংকন ও জিতু খেলাধুলায় খুবই মনযোগী ছিল। কলোনিতে-এলাকায় তাদের সবাই খুব পছন্দ করত। তাদের এমন মৃত্যু কেউ মেনে নিতে পারছে না।
https://www.facebook.com/IliasKanchanOfficial/videos/771574990286704/
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন