চট্টগ্রামে যাত্রীবাহী তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বিএনপি-জামায়াতের অবরোধের প্রথম দিন নগরীতে বিচ্ছিন্নভাবে যানবাহন চলাচল করলেও মহাসড়কে দূরপাল্লার গাড়ি চলছে না। আন্তঃজেলা বাস চলাচল বন্ধ রয়েছে। নিরাপত্তা নিশ্চিতে মহাসড়কে টহল দিচ্ছে বিজিবি।
চট্টগ্রামের বায়েজিদ থানার এসআই মোহাম্মদ বশির জানান, মঙ্গলবার (৩১ অক্টোবর) ভোর রাতের দিকে চট্টগ্রাম নগরীর টেনারি বটতল এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
কারা কীভাবে গাড়িটিতে আগুন দিয়েছে তা অনুসন্ধান করা হচ্ছে। এদিকে একই দিন গভীর রাতে নগরীর দামপাড়া এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অপর একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এছাড়া, আজ সকালে নগরীর সল্টগোলা ক্রসিং এলাকায় একটি বাসে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস বিভাগের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক জানান, গত রাত ও আজ সকালে নগরীর তিনটি পৃথক স্থানে তিনটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে, মঙ্গলবার অবরোধ শুরুর প্রথম দিনে দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করছে না। নগরীর অভ্যন্তরে গণপরিবহনও সীমিত। সড়কে রিকশা, অটোরিকশা, টেম্পু চলাচল করতে দেখা গেছে।
এদিকে, অবরোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিজিবি টহল দিচ্ছে। চট্টগ্রাম নগরীতেও বিভিন্ন পয়েন্টে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। চট্টগ্রাম মহানগর বিএনপি কার্যালয় তালাবদ্ধ রয়েছে। অফিসের সামনে পুলিশকে সতর্ক অবস্থানে দেখা গেছে।