বাংলাদেশের ব্যান্ড সংগীতের পথিকৃত, জনপ্রিয় ব্যান্ড সোলস্ এর প্রতিষ্ঠাতা সদস্য, খ্যাতিমান ড্রামার, নাট্যজন, চারুশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক সুব্রত বড়ুয়া রনি’র পারলৌকিক সদগতি কামনায় অনিত্য সভা ও অন্ত্যোষ্টিক্রিড়া নন্দনকাননস্থ চট্টগ্রাম বৌদ্ধ বিহারে সম্পন্ন হয়েছে।
এতে সংঘপ্রধান হিসেবে আশির্বাদ প্রদান করেন বাংলাদেশী বৌদ্ধদের সর্ব্বোচ্চ ধমীয় গুরু ডঃ জ্ঞানশ্রী মহাথের মহোদয় । সভায় ধর্মদেশনা ও স্মৃতিচারণ করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ভদন্ত ডঃ সংঘপ্রিয় মহাথের, ভদন্ত প্রিয়রত্ন মহাথের, বাংলাদেশ বৌদ্ধ সমিতির ভাইস চেয়ারম্যান ও ইউ,এস,টিসি এর প্রাক্তন উপাচার্য, প্রফেসর ডাঃ প্রভাত চন্দ্র বড়ুয়া, বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ চট্টগ্রামের সভাপতি প্রকৌশলী পরিতোষ বড়ুয়া, বিশিষ্ট্য নাট্যজন অধ্যাপক সনজীব বড়ুয়া, বাচিক শিল্পী স্বপন বড়ুয়া।
সংগীত শিল্পী তাপস কুমার বড়ুয়ার সঞ্চালনায় পঞ্চশীল প্রার্থনা করেন বাংলাদেশ বৌদ্ধ সমিতির ধর্মীয় সম্পাদক বাবু সচী ভুষন বড়ুয়া। পরে প্রয়াত সুব্রত বড়ুয়া রনিকে চান্দগাও সার্বজনীন শ্মশানে চিরবিদায় জানানো হয়। এর আগে দুপুর ২.৪৫ টায় শিল্পকলা একাডেমির চত্তরে চট্টগ্রামের সর্বস্তরের শিল্পীবৃন্দ ও বিভিন্ন শ্রেনী পেশার শোকসন্তপ্ত মানুষ প্রিয় রনিকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন।