চট্টগ্রামে কমিউনিটি সেন্টার খুলে দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন চট্টগ্রাম কমিউনিটি সেন্টার মালিক সমিতি। ১২ জুন ২০২১ শনিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে অনুষ্টিত হয়।
করোনা পরিস্থিতিতে কমিউনিটি সেন্টার বন্ধ থাকায় ব্যবসায়ী ক্ষতি ও বিভিন্ন সমস্যা দিক তুলে ধরা হয়েছে সংবাদ সম্মেলনে।
সমিতির নেতৃবৃন্দরা জানান বৈশ্বিক মহামারি কোনায় (কোভিড-১৯)বিশ্ব আজ মারাত্মক সংকটে নিমজ্জিত। বিশ্ববাসী আজ আতংকের মধ্যে রয়েছে। জীবন ও জীবিকার স্বার্থে সর্বত্র স্বাস্থ্যবিধি মেনে সরকার সাম্প্রতিক সময়ে শিল্প -কারখানা, পোষাক শিল্প, ব্যাংক, রেস্তোরা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে। এমনকি যাত্রীদের সুবিধার্থে ৫০% সীট খালী রেখে ট্রেন ও গণপরিবহন চালু করার হয়েছে৷ ৬ জুন লকডাউনের সর্বশেষ সরকারি আদেশে বলা হয়েছে, খাবার -দোকান, হোটেলে রেস্তোরাঁয় সামাজিক দুরত্ব বজায় রেখে অর্থাৎ অর্ধেক আসন ব্যবহার করে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে।
এ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে আরও জানান সরকারের নিকট দাবী জানাচ্ছি আগামী ১৭ জুনের মধ্যে ডেকোরেশন ও কমিউনিটি সেন্টারের শ্রমিক কর্মচারীদের জীবন-জীবিকা নির্বাহের স্বার্থে কমিউনিটি সেন্টার খুলে দেওয়ার জন্য। এক্ষেত্রে আমরা স্বাস্থ্যবিধি মেনে কমিউনিটি সেন্টার পরিচালনা করবো এ বিষয়ে সরকারকে আশ্বস্ত করছি এবং নিশ্চয়তা দিচ্ছি।
সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতি,চট্টগ্রাম জেলা শাখার সভাপতি সালে আহমেদ সুলেমান, সিনিয়র সহ সভাপতি ও চট্টগ্রাম কমিউনিটি সেন্টার মালিক সমিতির সভাপতি হাজী মোহাম্মদ সাহাবউদ্দিন, চট্টগ্রাম কমিউনিটি সেন্টার মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুদ্দিন চৌধুরী দুলাল, চট্টগ্রাম ডেকোরেটার্স মালিক সমিতির সাধারণ সম্পাদক সাজেদুল আলম চৌধুরী মিল্টন, চট্টগ্রাম কমিউনিটি সেন্টার মালিক সমিতির সিনিয়র সহ সভাপতি আব্দুল মালেক, সহ-সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ,নুরুল ইসলাম, যুগ্ন সম্পাদক কুমার রাজন দাশ গুপ্ত, মোহাম্মদ সেলিম, সাংগঠনিক সম্পাদক এস.এম.মোস্তফা, সহ-সাংগঠনিক সম্পাদক জিসু কৃঞ্চ দে, যুগ্ন সম্পাদক খোকন দেব নাথ, উপদেষ্টা মোবারক হোসেন, মোহাম্মদ ইউসুফ, সদস্য মোহাম্মদ মাসুদ, মোঃ গিয়াস উদ্দিন, চিটাগাং ইভেন্টস এর সি.ই.ও মনজুরুল ইসলাম রায়হান প্রমূখ।