চট্টগ্রামে একদিনেই ২৮৫ জন নতুন করোনা রোগী শনাক্ত করা হয়। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের সরকারি-বেসরকারি আটটি এবং কক্সবাজারের একটি ল্যাবে এক হাজার ৮০২ জনের নমুনা পরীক্ষা করে ২৮৫ জনের দেহে করোনা শনাক্ত করা হয়। শনাক্তকৃতদের মধ্যে চট্টগ্রাম নগরের ২৫২ জন ও ১৫ উপজেলার ৩৩ জন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত সোমবার পর্যন্ত চট্টগ্রামে মোট আক্রান্ত হন ২৮ হাজার ১১২ জন। এর মধ্যে মহানগরে ২১ হাজার ৫২৪ জন ও উপজেলায় ৬ হাজার ৫৮৮ জন। ইতোমধ্যে আক্রান্ত হয়ে মারা যান ৩৩৫ জন। এর মধ্যে মহানগরে ২৩৯ জন এবং উপজেলায় ৯৬ জন। করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ হাজার ১৮১ জন।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, ‘গত সোমবার একদিনেই ২৮৫ জন নতুন শনাক্ত হয়। করোনা সংক্রমণ বাড়লেও অনেকের মধ্যেই এখন সচেতনতা বাড়ছে না। অথচ করোনা প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই।’
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন