চট্টগ্রামে হাটহাজারী উপজেলা নন্দীরহাট শ্রী শ্রী রাধাকৃষ্ণ জীউর মন্দির ধর্মঘরে এর সার্বজনীন দুর্গাপুজা মন্ডপ পরিদর্শন করেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো: জাকির হোসেন খান।
২৪ অক্টোবর ২০২০ শনিবার বিকালে হাটহাজারী উপজেলা ১নং চসিক ওয়ার্ড উত্তর ফতেয়াবাদ নন্দীরহাট শ্রীশ্রী রাধাকৃষ্ণ জীউর মন্দির ধর্মঘর ও শ্রী শ্রী নিস্তারাণী কালি মন্দিরের দুর্গাপুজা মন্ডপ পরিদর্শন করেন তিনি।
এই সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক,বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের যুগ্ন সম্পাদক ও চট্টগ্রাম জেলার সভাপতি শ্যামল কুমার পালিত, হাটহাজারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মাসুদ আলম,হাটহাজারী স্হানীয় সংসদ সদস্য এর এপিএস সৈয়দ মন্জুরুল আলম,উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি লায়ন অশোক নাথ,সাধারণ সম্পাদক রিমন মহুরী,বায়েজিদ থানা পুজা পরিষদের সভাপতি উজ্জল দেওয়াজী,সাধারণ সম্পাদক শিমুল দেসহ অতিথিবৃন্দ।
শ্রী শ্রী রাধাকৃষ্ণ জীউর মন্দির ধর্মঘর পরিচালনা পরিষদের উপদেষ্টা প্রণব কুমার সাহা সভাপতি প্রদীপ কুমার সাহা শ্রী শ্রী নিস্তারাণী কালি মন্দির পুজা মন্ডপের সভাপতি মৃণাল কান্তি সূত্রধর সাধারণ সম্পাদক অভিজিৎ নন্দী ও দুর্গাপুজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল মালাকার ও সাবেক সাধারণ সম্পাদক সুমন গোস্বামীসহ অন্যন্যা সদস্যবৃন্দ অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন