কক্সবাজারের বিভিন্ন শরণার্থী ক্যাম্প থেকে পালিয়ে এসে পাহাড়ে লুকিয়ে থাকা ৭৪ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।
২৪ আগস্ট ২০২১ মঙ্গলবার সকালে উপজেলার কড়লডেঙ্গা ইউনিয়নের আলী কালান্দর শাহ মাজার গেট এলাকার বেশ কয়েকটি ভাড়াঘর থেকে তাদের আটক করা হয়।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল করিম বলেন, কক্সবাজারের বিভিন্ন শরণার্থী ক্যাম্প থেকে পালিয়ে বোয়ালখালীতে চলে আসে তারা। ৫-৬ দিন ধরে তারা পাহাড়ের লেবু বাগানে শ্রমিক হিসেবে কাজ করছিল।
সকালে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে বিদেশি নাগরিক সম্পর্কিত আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উল্লেখ্য, চলতি বছরের ২৬ জুন দিবাগত রাতে কড়লডেঙ্গা থেকে ৩১ জন রোহিঙ্গা শরণার্থীকে আটক করেছিল বোয়ালখালী থানা পুলিশ।