লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগাং কসমোপলিটনের উদ্যোগে চট্টগ্রামের অঞ্চলের উপকূলীয় উপজেলা বাঁশখালীর এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপুজা উপলক্ষে বস্ত্র বিতরণ করা হয়েছে।
২৩ অক্টোবর ২০২০ শুক্রবার দুপুরে উপজেলার সাধনপুরের দত্ত বাড়ি ও বাণীগ্রামের জগন্নাথ বাড়িতে স্বর্গীয় মৃদুল দত্ত ফাউন্ডেশনের সহযোগিতায় দরিদ্রদের হাতে নতুন কাপড় তুলে দেওয়া হয়।
লায়ন্স ক্লাব অব চিটাগাং কসমোপলিটনের সভাপতি লায়ন মোঃ হাকিম আলীর সভাপতিত্বে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের জেলা গভর্ণর লায়ন ডাক্তার সুকান্ত ভট্টাচার্য্য-এমজেএফ, বিশেষ অতিথি ছিলেন প্রথম ভাইস গভর্ণর লায়ন আল সাদাত দোভাষ-এমজেএফ, দ্বিতীয় ভাইস গভর্ণর লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী-পিএমজেএফ, স্বর্গীয় মৃদুল দত্ত ফাউন্ডেশনের চেয়ারম্যান বাবু শিমুল দত্ত, স্বর্গীয় মৃদুল দত্ত ফাউন্ডেশনের পরিচালক ড. উদিতি দাশ। অনুষ্ঠানটি উদ্বোধন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা আবদুল্লাহ কবির লিটন। এছাড়াও উপস্থিত ছিলেন,লায়ন মুছা সিকদার, লায়ন রমজান আলী রমু, লায়ন সাবের আহমদ প্রমুখ।
বক্তারা বলেন, শারদীয় দুর্গাপূজায় যাতে অসহায় দুঃস্থ সনাতন ধর্মাবলম্বীরা তাদের উৎসব সুন্দরভাবে পালন করতে পারে সেজন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন