কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে সাবেক মেয়র স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কুর পক্ষে নেচে গেয়ে ভোট চাইলেন তৃতীয় লিঙ্গের সদস্যরা।
মঙ্গলবার (৩১ মে) বিকেলে কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকার সড়কে বাদ্যযন্ত্র বাজিয়ে বাহারি পোশাক পরে তৃতীয় লিঙ্গের সদস্যরা টেবিল ঘড়ি প্রতীকের পক্ষে ভোট চায়।
ভোট চাওয়ার সময় তারা জানান, আমরা সবার জন্যই কাজ করি। আমাদের যে সম্মান দিয়ে ডাকবে তাদের কাছেই যাই। আজকে ভোটের প্রচারে এসে আমাদের খুব ভালো লাগছে।
উল্লেখ্য, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ৫ মেয়র প্রার্থীসহ ১৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নগরীর ২৭টি সাধারণ ও ৯টি সংরক্ষিত নারী ওয়ার্ডে মোট ভোটার ২ লাখ ২৭ হাজার ৭৯২ জন। আগামী ১৫ জুন ১০৫ টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।