আগুনে দগ্ধ হয়ে একে একে মারা গেলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী মিঠুন দাশ ও আরতি দাশের তিন কন্যা। বাসায় লাগা আগুনে তিন মেয়েকে হারিয়ে বাকরুদ্ধ এ দম্পতি।
বুধবার (১২ জুলাই) চিকিৎসাধীন অবস্থায় ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যায় এই দম্পতির তৃতীয় সন্তান হ্যাপি রাণী দাশ। তাদের চতুর্থ সন্তান আড়াই বছর বয়সী সুইটি রাণী দাশ প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে।
গত ২০ জুন চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার বান্ডেল রোডের সেবক কলোনিতে মিঠুন দাশের বাসায় আগুন লাগে। আগুনে দগ্ধ হয় মিঠুনের চার মেয়ে। তারা হলো- সারথী রাণী দাশ (১৭), সাখশী রাণী দাশ (১৩), হ্যাপি রাণী দাশ (৬) ও আড়াই বছর বয়সী সুইটি রাণী দাশ। এরমধ্যে ১৯ দিনের মধ্যে চট্টগ্রাম ও ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে তিন মেয়ে।
মিঠুন দাশ জানান, ঘটনার পর চার জনকে নিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করানো হয়।