নোয়াখালীর সেনবাগ উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীসহ অন্যান্য জটিল রোগাক্রান্তদের জরুরি প্রয়োজনে বিনামূল্যে প্রদানের জন্য ৫টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছে সেনবাগ উপজেলা সমিতি, চট্টগ্রাম।
শনিবার সেনবাগ প্রেস ক্লাব অক্সিজেন ব্যাংকে এসব সিলিন্ডার হস্তান্তর করা হয়। যার মধ্যে ২টি সিলিন্ডারের প্রতিটি ২০ লিটারের। বাকি ৩টি ১০ লিটার ধারণক্ষমতার। সমিতির সভাপতি এ কে এম শামসুজ্জামান রাসেল জানান, সেনবাগে করোনার প্রথম ঢেউয়ের চেয়ে সহায়তা এবার আরো জোরদার করা হল।
অক্সিজেন সিলিন্ডার দিয়ে সহায়তা করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান পিএইচপি ও মোস্তফা হাকিম গ্রুপ। সাধারণ সম্পাদক মোস্তফা কামাল লিটন জানিয়েছেন, ধাপে ধাপে ইউনিয়ন পর্যায়ে অক্সিজেন সেবার সুযোগ অবারিত করা হবে। যুগ্মসম্পাদক ফখরুল ইসলাম মিলন জানান, সেনবাগ প্রেস ক্লাবের সভাপতি খোরশেদ আলম(০১৭১২২৫০৮২৮) ও সাধারণ সম্পাদক এম এ আউয়ালসহ(০১৭১২৬১৯৯৮৩) ক্লাবের সদস্যদের সাথে যোগাযোগ করে উপজেলার যে কোন গ্রামের মানুষ অক্সিজেন সিলিন্ডার সংগ্রহ করতে পারবেন।