English

22 C
Dhaka
শনিবার, নভেম্বর ১৬, ২০২৪
- Advertisement -

আর্জেন্টিনার খেলা দেখার সময় কুমিল্লায় একজনের মৃত্যু

- Advertisements -

কুমিল্লায় আর্জেন্টিনা বনাম সৌদি আরবের খেলা দেখার সময় কাউসার জাবেদ কাকন (৫৪) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। খেলার মাঝামাঝিতে বুকে ব্যথা নিয়ে চেয়ার থেকে পাশে পড়ে যাওয়ার সময় তাকে ধরে ফেলেন চাচাতো ভাই নেসার আহমেদ।

মঙ্গলবার (২২ নভেম্বর) সন্ধ্যায় জেলার বুড়িচং উপজেলার শিকারপুর গ্রামের জুনাব আলী চেয়ারম্যান বাড়িতে এ ঘটনা ঘটেছে।

Advertisements

খেলা দেখতে দেখতে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে বুড়িচং থানার ভারপ্রাপ্ত সভাপতি (ওসি) মারুফ রহমান ও জেঠাতো ভাই নেসার আহমেদ।

কাউসার জাবেদ কাকন (৫৪) বুড়িচং উপজেলার শিকারপুর এলাকার জুনাব আলী চেয়ারম্যান বাড়ির আবদুল মালেকের ছেলে।

নিহতের চাচাতো ভাই নেসার আহমেদ বলেন, ভাই আমার কোলে মারা গেছেন। ভাই খেলা-টেলাতে তেমন আগ্রহী ছিলেন না। তার পরেও আমরা গ্রামের বাড়িতে যখন খেলা দেখছিলাম ভাইও গিয়ে বসে। খেলার মধ্যখানেই ভাই হঠাৎ চেয়ার থেকে পড়ে যাওয়ার সময় আমি ধরে ফেলি। তখন ভাইয়ের মুখ থেকে লালা বের হচ্ছিল।

Advertisements

তিনি বলেন, ভাই আগে থেকেই এজমা ও হার্টের রোগী ছিলেন। তাই ভাইয়ের ইনহেলার এনে আমি মুখে দিয়েছি। ইনহেলার দেয়ার পরই ভাইয়ের মুখ শুক্ত হয়ে যায়। আমরা স্থানীয় চিকিৎসক আনলে তারা ভাইয়ের মৃত্যুর বিষয়টি জানায়। তারপরেও আমরা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে ডাক্তার অ্যাম্বুলেন্সে রেখেই ভাইয়ের মৃত্যু নিশ্চিত করলে আমরা বাড়িতে নিয়ে আসি। আমরা তার দাফনের জন্য আয়োজন করছি।

তিনি আরও বলেন, ভাই যখন অসুস্থ হন তখনও খেলা চলছিল। ভাই আর্জেন্টিনা খেলায় হেরেছে বলে ভাই মারা গেছে এটা বলার সুযোগ নেই। আর ভাই এত উত্তেজিত মানুষ ছিলেন না। তার মৃত্যু স্বাভাবিকভাবেই হয়েছে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান বলেন, আমি খবর নিয়েছি। পুলিশ ঘটনাস্থলে গেছে। খেলা চলাকালীন তিনি মারা গেছেন। এটাকে স্বাভাবিক মৃত্যুই বলা যায়।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন