চট্টগ্রামে সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে যখন আগুনের সূত্রপাত হয় তখন স্থানীয় লোকজন এবং ডিপোতে কর্মরতদের অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ করতে থাকেন। অনেকে অতি উৎসাহিত হয়ে আগুনের অনেক কাছাকাছি গিয়ে ফেসবুকে লাইভ করেন। আর লাইভ করতে গিয়েই হতাহত হয়েছেন অনেকে।
অগ্নিকাণ্ডের ঘটনা ফেসবুকে লাইভ করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছেন বাঁশখালী উপজেলার বাসিন্দা বিএম কন্টেইনারের কর্মচারী নুর কাদের। তিনি বর্তমানে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। রবিবার দুপুরে কথা হয় নুর কাদেরের ভাই আজাদের সাথে।
তিনি বলেন, ‘আগুন লাগার ঘটনা ফেসবুকে লাইভ করছিল নুর কাদের। বিস্ফোরণের সময় মারাত্মকভাবে আহত হয়। বর্তমানে নগরীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন।’
চমেক হাসপাতালে স্বেচ্ছাসেবকের কাজ করা রবিউল ইসলাম রাজু বলেন, ‘অগ্নিদগ্ধ অনেকের সঙ্গে কথা হয়েছে। তাদের অনেকেই জানিয়েছে, ফেসবুকে লাইভ করতে গিয়েই দগ্ধ হয়েছেন।’