চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক, একুশে পদক এবং স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী প্রফেসর মুর্তজা বশীর এর মৃত্যুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। উপাচার্য মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর (মরহুমের) শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। উপাচার্য এক শোক বাণীতে বলেন, প্রফেসর মুর্তজা বশীর ছিলেন দক্ষ, মেধাবী, অমায়িক, বন্ধুবৎসল, সর্বোপরি একজন আদর্শ শিক্ষক ও কালজয়ী চিত্রশিল্পী। এ বরেণ্য শিল্পীর মৃত্যুতে দেশ-জাতির যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা সহজে পূরণ হবার নয়। মাননীয় উপাচার্য আরও বলেন, এ প্রথিতযশা শিল্পী যুগ যুগ ধরে তাঁর সৃষ্টি ও কর্মের মাঝে বেঁচে থাকবেন এবং ভবিষ্যত প্রজন্মকে অনুপ্রেরণা যোগাবেন।