English

21 C
Dhaka
বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
- Advertisement -

ভাত খেতে বসতেই পাহাড়ধস, রামুতে ৪ জনের মৃত্যু

- Advertisements -

কক্সবাজারের রামুতে পাহাড়ধসে একই পরিবারের তিন সদস্যসহ চারজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়াঘোনা এলাকার জাদি পাহাড় ধসে এ দুর্ঘটনা ঘটে। ইটখোলার মাটি কাটার কারণেই পাহাড়ধসের ঘটনা ঘটে বলে অভিযোগ স্থানীয়দের।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা মুস্তফা ঘটনাস্থল পরিদর্শন শেষে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘রাতেই লাশ উদ্ধার করা হয়েছে। লাশ দাফনের জন্য সরকারিভাবে আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। ’

পাহাড়ধসের ঘটনায় নিহতরা হলেন একই পরিবারের আজিজুর রহমান (৫০), তার স্ত্রী রহিমা বেগম (৪৫), মা দিল ফরাজ বেগম (৭০)। এ ছাড়া নাসিমা বেগম (২০) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে।

রামুর কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামশুল আলম বলেন, ‘সন্ধ্যার পর তারা রাতের খাবার (ভাত) খাওয়ার সময় হঠাৎ পাহাড়ধস হয়। এ সময় মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। ’

স্থানীয়দের অভিযোগ, জাদি পাহাড়ের পাশে গড়ে ওঠা কয়েকটি ইটভাটার জন্য ওই পাহাড়ি এলাকা থেকে মাটি কাটা হচ্ছিল। এ কারণে পাহাড়টি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। এতে পাহাড়ধসের ঘটনা ঘটতে পারে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন