English

19 C
Dhaka
মঙ্গলবার, নভেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

বিদ্যুতের তার ছিঁড়ে পানিতে: একজনকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল আরও তিনজনের!

- Advertisements -

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্টে একইসঙ্গে শিলমুদ গ্রামের ৪ জন মারা গেছে। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে চৌকিদার বাড়ির পাশে স্টিলের খুঁটির ছেঁড়া তারে বিদ্যুতায়িত হয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতরা হলেন- শিলমুদ গ্রামের চৌকিদার বাড়ির আবুল বাশারের ছেলে মো. আবদুর রহিম (৫৬), একই বাড়ির উজির আলীর ছেলে মো. ইউছুফ (৪৫), মো. আবুল হোসেনের ছেলে মো. সুমন (৩৫) ও রমজান আলী বাড়ীর মোঃ শহীদ এর ছেলে মোঃ জুয়েল (২০)।

বজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরন অর রশিদ জানান, শুক্রবার সন্ধ্যার দিকে আবদুর রহিম তার বাড়ির পাশে ক্ষেতে সবজি তুলতে যান। ক্ষেতের মাঝখানে থাকা পল্লী বিদ্যুতের স্টিলের একটি খুঁটির তার ছিঁড়ে পানিতে পড়ে। আবদুর রহিম ক্ষেতে নামার সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচানোর জন্য তার ভাতিজা সুমন, ভাগিনা ইউসুফ ও পাশের বাড়ির জুয়েল পানিতে নামলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হন।

সোনাইমুড়ী থানার ওসি তহিদুল ইসলাম জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৪ জন মারা গেছে। পুলিশ লাশগুলো উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন