ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে শামছুন্নাহার (১০) ও মিথিলা (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে শহরের পশ্চিম মেড্ডার নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শামছুন্নাহার পশ্চিম মেড্ডা এলাকার সাইদুল ইসলামের মেয়ে ও মিথিলা নুরুল ইসলামের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির সামনের একটি পুকুরের পানিতে তলিয়ে যায় মিথিলা। পরে তাকে বাঁচাতে পানিতে নেমে শামছুন্নাহারও ডুবে যায়। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ১নং ফাঁড়ির পরিদর্শক (ইন্সপেক্টর) আবুল হাসান খান পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষটি নিশ্চিত করেছেন।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন