নোয়াখালীতে নারীর প্রতি সংঘটিত সহিংসতা সংক্রান্ত নাগরিক প্রতিবেদন দাখিল করে এক প্রেস ব্রিফিং করেছে নোয়াখালী নারী অধিকার জোট।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় নোয়াখালী প্রেসক্লাবে এক প্রেস ব্রিফিং জেলা নারী অধিকার জোটের সভাপতি লায়লা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এ সময় তারা জেলায় সংঘটিত গত ৭ মাসের সহিংসতার চিত্র তুলে ধরেন। তিনি জানান, গত ৭ মাসে নোয়াখালীতে ৩০জন নারী ধর্ষণের শিকার, ৭ জনকে যৌন নির্যাতন, ৩ জনকে অপহরণ ও ১২ জন যৌতুকের জন্য হত্যা শিকার করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেন।
এ সকল ঘটনার জন্য তারা উদ্যোগ প্রকাশ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, এনআরডিএস নির্বাহী পরিচালক আবদুল আউয়াল, সাংবাদিক বখতিয়ার শিকদার, আবু নাছের মঞ্জু, আকবর হোসেন সোহাগ, মাহবুবুর রহমান সহ অনেকে। নোয়াখালীর ৯ উপজেলায় নারী নির্যাতনের আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে বলে নারী জোটের সভাপতি মন্তব্য করেন।
নারী নির্যাতন ও প্রতিরোধ বিষয়ে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা নারী অধিকার জোটের সদস্য নাসিমা মুন্নি, এ্যডভোকেট কল্পনা রানী, মনোয়ারা বেগম মিনু, ফরজানা তিথি প্রমুখ।