বাংলাদেশের প্রথম লবণ সহিষ্ণু সিমেন্ট ডায়মন্ড কোস্টাল প্লাসের বর্ষপূর্তী উদযাপিত হয়েছে ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের নগরীর মাঝির ঘাটে অবস্থিত প্রধান অফিস মিলনায়তনে। ৯ আগস্ট ২০২০ রবিবার দুপুরে কেক কেটে সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেন প্রধান অতিথি ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের চেয়ারম্যান আলহাজ্ব আজিম আলী। প্রধান অতিথি উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, উপকূলীয় স্থাপনার উপযোগী সিমেন্ট ডায়মন্ড কোস্টাল প্লাসের বাজারজাত শুরুর আজ চার বছর পুর্ণ হলো। আমরা শুধু ব্যবসায়িক চিন্তা থেকে এ সিমেন্ট উৎপাদন নয়। আমরা জলবায়ু পরিবর্তনে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের ঝুঁকির মুখে থাকা বাংলাদেশ উপকূলের জন্য দেশে প্রথমবারের মতো লবণাক্ততা প্রতিরোধক এই বিশেষায়িত সিমেন্ট আমরা বাজারে এনেছি। ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচালক হাকিম আলীর সভাপতিত্বে কেক কাটা পুর্বক সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন জিএম (ফিন্যান্স) এবিএম কামাল উদ্দীন, জিএম (প্ল্যান্ট) গোলাম মোস্তফা, ডিজিএম (মার্কেটিং) আব্দুর রহিম।
এসময় উপস্থিত ছিলেন ডিজিএম সাজ্জাদুল আনিস চৌধুরী শাহীন, ডিজিএম আব্দুল মান্নান, ডিজিএম মো. ইউসুফ চৌধুরী, এজিএম জসিম উদ্দীন সরকার, এজিএম কামরুজ্জামান, সিনিয়র ম্যানেজার দীপ্তিমান দাশ, ম্যানেজার আব্দুল মোতালেব, হারুনুর রশীদ, ইশতিয়াক রায়হান মাহমুদ, মো. আমান উল্লাহ চৌধুরীসহ অনেকে। সিমেন্ট ব্যবসায়ীদের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এমএ মোনাফ, শেখ মো. হোসেন চৌধুরী, মো. আলী আকবর, লায়ন মো. ইব্রাহীম, মো. শাহাবুদ্দীন, শেখ মনসুর, মাকসুদ আলম আলমদার, খাজা নাছির উদ্দীন, সিরাজুল ইসলাম চৌধুরী, মো. ইউসুফ আলী, আবুল বসর তালুকদার প্রমুখ। সভাপতির বক্তব্যে পরিচালক হাকিম আলী বলেন, ডায়মন্ড কোস্টাল প্লাস বাজারে আনার প্রধান উদ্দেশ্য ছিলো উপকুলীয় অঞ্চলে লবণ ও বৈরী আবহাওয়ার ক্ষয় থেকে স্থাপনাকে অধিকতর সুরক্ষা প্রদান করা। তিনি আরও বলেন, এই সিমেন্ট এমনভাবে তৈরী করা হয় যা উপকুলীয় অঞ্চলের পাশাপাশি অন্য সব জায়গাতেও ব্যবহার করা যায়। এছাড়াও আর্দ্রতা প্রতিরোধ ও ফেয়ারফেইস স্ট্রাকচারের জন্য ডায়মন্ড কোস্টাল প্লাস বিশেষভাবে উপযোগী।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন