মুজিববর্ষ উপলক্ষে সারাদেশে অনুষ্ঠিত আন্তঃকলেজ সাংস্কৃতিক প্রতিযোগিতায় উপস্থিত বক্তৃতা ক্যাটাগরিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ বক্তা হয়েছেন চট্টগ্রামের মেয়ে তন্বী দাশ। তন্বী চট্টগ্রাম সরকারি কলেজের বাংলা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী।
রবিবার রাজধানী ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ী শ্রেষ্ঠ বক্তা তন্বী দাশের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। মুখ্য আলোচক ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য ড. হারুন-অর-রশিদ। সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান।
সারাদেশের কয়েক শতাধিক প্রতিযোগীকে টপকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠত্ব অর্জনকারী তন্বী দাশ বলেন, পুরস্কৃত হয়েছি, সেটা অবশ্যই ভালো লাগার বিষয়। কিন্তু তার চাইতেও ভালো লাগার বিষয় হচ্ছে জাতীয় পর্যায়ে আমার চট্টগ্রামকে রি-প্রেজেন্ট করাটা।