শফিক আহমেদ সাজীব: চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ৫০ জন মারা গেছেন। এর মধ্যে ফায়ার সার্ভিসের সাত কর্মী রয়েছেন। এ ছাড়া দগ্ধ ও আহতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। চট্টগ্রামের পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশিক এ তথ্য নিশ্চিত করেছেন।
এসআই নুরুল আলম আশিক বলেন, বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ৫০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ফায়ার সার্ভিসের সাতজন কর্মী রয়েছেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল সূত্রে জানা গেছে, অতিরিক্ত দগ্ধ হওয়ায় নিহত ৫০ জনের মধ্যে অনেকের পরিচয় এখনো পর্যন্ত শনাক্ত করা যায়নি।
গতকাল শনিবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার কাশেম জুট মিল গেট এলাকায় অবস্থিত বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভাতে যান। ওই সময়ই সেখানে বিকট শব্দে বিস্ফোরণ হয়। পরে ফায়ার সার্ভিসের আরও অনেকগুলো ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণে কনটেইনার ডিপোর আশপাশের তিন থেকে চার কিলোমিটার এলাকায় ব্যাপক কম্পনের সৃষ্টি হয়। মসজিদ ও আশপাশের শতাধিক ঘরবাড়ির জানালার কাচ ভেঙে পড়ে। আশপাশে ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে। কনটেইনারে রাসায়নিক দ্রব্য থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
সীতাকুণ্ডে উদ্ধার অভিযানে যোগ দিয়েছে সেনাবাহিনী। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ ও র্যাব সদস্যরাও উদ্ধার অভিযানে কাজ করছেন।
এ ছাড়া চট্টগ্রামের সব চিকিৎসকের ছুটি বাতিল করা হয়েছে। বেসরকারি হাসপাতালের চিকিৎসকদেরও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ সরকারি হাসপাতালগুলোতে কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন জেলা সিভিল সার্জন।