কুয়াকাটা পৌর মেয়র মো.আনোয়ার হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে। ভাংচুর করা হয়েছে বেশ কিছু চেয়ার টেবিল। হামলাকারীরা ছিড়ে ফেলেছে মেয়রের পরিধেয় পোশাক। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে পর্যটন মোটেলে সংলগ্ন এলাকায় স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত শান্তি সমাবেশে এ হামালার ঘটনা ঘটে।
এসময় পটুযাখালী-৪ আসনের সংসদ সদস্যসহ কুয়াকাটা পৌর আওয়ামী লীগ ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বলে জানায় প্রতক্ষ্যদশীরা। এ ঘটনার জন্য কুয়াকাটা পৌর আওয়ামী লীগ সভাপতি আ: বারেক মোল্লাকে দায়ী করেছেন মেয়র আনোয়ার হোসেন।
মহিপুর থানার ওসি মো.ফেরদৌস আলম খান মেয়রের উপর হামলার ঘটনা স্বীকার করে বলেন, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় এখানো কোন অভিযোগ পাইনি বলে তিনি সাংবাদিকদের জানান।
উল্লেখ্য, ২০২০ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত কুয়াকাটা পৌরসভা নির্বাচনে আনোয়ার হাওলাদার স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেন। ওই নির্বাচনে নৌকার প্রার্থী আ: বারেক মোল্লাকে হারিয়ে তিনি মেয়র নির্বাচিত হন। এর আগে আনোয়ার হাওলাদার জাতীয় পার্টি (জাপা) করতেন।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানা জাপার সভাপতি পদে থেকে তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ আসনে প্রার্থী হয়েছিলেন। তবে মেয়র আনোয়ার হোসেনের কুয়াকাটা আওয়ামী লীগে কোন পোস্ট পজিশন নেই বলে স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মীদের সূত্রে জানা গেছে।