ঝালকাঠির রাজাপুরে পারিবারিক কলহের জেরে হাত-পা বেঁধে আউয়াল তালুকদার নামের এক ব্যক্তিকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্ত্রী সাপিয়া বেগমকে আটক করেছে পুলিশ।
রোববার (১২ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মধ্য পুটিয়াখালি গ্রামে ঘটনাটি ঘটে।
নিহত আউয়াল একই গ্রামের মৃত আব্দুর রহমান তালুকদারের ছেলে।
আটক হওয়া সাপিয়া বেগম শরিয়তপুর জেলার নুরিয়া উপজেলার মৃত নজরুল ইসলাম মুন্সির মেয়ে।
ঝালকাঠির সিনিয়র সহকারী পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মাসুদ রানা জানান, গোপনে দ্বিতীয় বিয়ে করা এবং প্রথম স্ত্রীর নামে থাকা ৪ কাঠা জমি দ্বিতীয় স্ত্রীর নামে লিখে দেওয়ায় সাপিয়া বেগমের সঙ্গে আউয়ালের বিরোধ শুরু হয়।
এরই জেরে গতকাল রাতে ঘুমের ওষুধ খাইয়ে হাত-পা বেঁধে আউয়ালকে ছুরি দিয়ে গলাকেটে হত্যা করেন সাপিয়া বেগম। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে এবং সাপিয়া বেগমকে আটক করে।
নিহত আউয়ালের ছেলে রাফিন তালুকদার জানান, তিন মাস আগে আঙ্গারিয়া গ্রামের এক নারীকে গোপনে বিয়ে করেন বাবা। পরে কিস্তি উঠানোর কথা বলে বাবা মায়ের সই নিয়ে ৪ শতাংশ জমি লিখে দেন ওই নারীকে।
সপ্তাহখানেক আগে বিষয়টি জানতে পেরে দুই জনের মধ্যে ঝগড়া হয়। গতকাল রাত ১০টার দিকে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে বাবা মাকে মারধর করেন। রাতে খাবার খেয়ে সবাই ঘুমিয়ে গেলে বাবাকে গলা কেটে হত্যা করেন মা।