বান্দরবানে স্ত্রীকে হত্যা করে ঘটনা আড়াল করতে অপহরণ নাটক সাজানো স্বামী রেথোয়াই মারমাকে (৩৮) শুক্রবার সকালে গ্রেফতার করেছে পুলিশ। বান্দরবান সদর থানার ওসি রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এলাকাবাসী থংজমা পাড়ার কাছাকাছি একটি পাহাড় থেকে পাইয়নু মারমা’র (২৮) হত্যাকারী ঘাতক স্বামী রেথোয়াই মারমাকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তাকে গ্রেফতার করে।
বৃহস্পতিবার ভোর রাতের কোনো এক সময় বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের থংজমা পাড়ায় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। ভোর রাত ৪টার দিকে রেথোয়াই মারমা স্থানীয় ইউপি মেম্বার শৈ সা চিং মারমাকে মোবাইল ফোনে জানায়, সন্ত্রাসীরা তার স্ত্রী পাইয়নু মারমাকে হত্যার পর তাকে অপহরণ করে নিয়ে যাচ্ছে। সাথে সাথে শৈ সা চিং পুলিশকে এ তথ্য জানিয়ে দেন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।
প্রথমদিকে ধারণা করা হচ্ছিল প্রতিদ্বন্দ্বী কোনো সন্ত্রাসী গ্রুপ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সমর্থক রেথোয়াই মারমাকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় বাধা পায়। এতে তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করে রেখে যায়। তবে অপহরণের ঘটনাটি বিশ্বাস করতে পারেননি ইউপি মেম্বার শৈ সা চিং মারমা।
তিনি পুলিশকে তার সন্দেহের কথা জানালে পুলিশ মূল হত্যাকারীকে খুঁজে বের করার লক্ষ্যে অপহৃত বা নিখোঁজ রেথোয়াই মারমাকে খুঁজতে থাকে।
এদিকে, শুক্রবার সকালে থংজমা পাড়ার বাসিন্দারা পাশের একটি পাহাড়ে রেথোয়াই মারমাকে লুকিয়ে থাকতে দেখে তাকে ধরে ফেলে। পরে তারা তাকে পুলিশের কাছে হস্তান্তর করে।
বান্দরবানের পুলিশ সুপার জেরিন আকতার জানান, গ্রেফতারের পর তাকে বান্দরবান সদর থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রেথোয়াই মারমাকে আদালতে সোপর্দ করা হবে।