সিলেটের দক্ষিণ সুরমা থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকায় ৯ নারী-পুরুষকে আটক করা হয়েছে। উপজেলার ভার্থখলাস্থ অভি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।
পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই রোকনুজ্জামান চৌধুরীর নেতৃত্বে এএসআই বুরহান উদ্দিন, এএসআই সঞ্জয় কুমার দে, নারী কনস্টেবল হেনা আক্তারসহ সঙ্গীয় ফোর্সেদের সহায়তায় দক্ষিণ সুরমা থানাধীন ভার্থখলাস্থ অভি আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে। এসময় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সুনামগঞ্জের বিশ্বম্ভপুরের বাঘবর এলাকার গিয়াস উদ্দিনের ছেলে কামাল হোসেন (৩০), সিলেটের জৈন্তাপুরের গুচ্চগ্রামের আব্দুল সবুরের ছেলে ফখরুল ইসলাম (২৪), মৌলভীবাজারের জুড়ী উপজেলার বদিটিল্লার মৃত সুনু মিয়ার ছেলে ফারুক আহমদ (৪৫), সুনামগঞ্জের দোয়ারাবাজারের ইদনপুরের মৃত গেদা মিয়ার ছেলে জয়নাল মিয়া (৩০), দক্ষিণ সুনামগঞ্জের পাগলা গ্রামের আসাদ মিয়ার ছেলে হাসান (২২), সদর উপজেলার নবীনগর গ্রামের শ্রী শ্যামল (৪০) ও তিন জন নারীসহ মোট ৯ জনকে আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।