সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রান্ধুনী বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে আলী আকবর নামে ইউনিয়ন যুবদল সভাপতি নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন যুবদলের সভাপতি ছিলেন।
বেলকুচি থানার ওসি তদন্ত আসলাম হোসেন জানান, বুধবার সন্ধ্যার পরে বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের রান্ধুনীবাড়ী বাজারের একটি দোকানে অবস্থান করছিলেন আলী আকবার। তখন দুর্বৃত্তরা তাকে গুলি করে চলে যায়।
এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে আটটার দিকে তিনি মারা যান।
এ ঘটনায় এলাকাজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে পুলিশ। ঘটনা তদন্তে গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে বলে জানান, ওসি তদন্ত আসলাম হোসেন।