নিজস্ব প্রতিবেদক: লুটেরা সালমান এফ রহমান ধ্বংস করেছে পুরো শেয়ার মার্কেট। আর এই লুটের পেছনে যে ব্যক্তি সালমানকে পূর্ণ সহযোগিতা করেছেন তিনি হলেন এবি ব্যাংক সিকিউরিটিজের বর্তমান চেয়ারম্যান ফজলুর রহমান এবং তার দোসররা। তিনি শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারিদের কৌশলে সর্বশান্ত করতেন।
একজন ক্ষুদ্র বিনিযোগকারি অভিযোগ করেন, তাকে ১ কোটি টাকা বিনিয়োগ করিয়ে লস হওয়া শেয়ার ক্রয় করায় মাত্র তিন মাসের মাথায় ২৫ লাখ টাকায় নেমে আসে। মানে তিন মাসে ৭৫ লাখ টাকা কৌশলে লস করিয়েছেন এই চক্র। এভাবে কম পক্ষে এবি ব্যাংক সিকিউরিটিজের হাজার হাজার বিও বা বেনিফিশিয়ারি ওনার্স একাউন্ট থেকে কৌশলে ১০ হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই চক্র। একটি সুত্র জানিয়েছে, এই ফজলুর রহমানের নামে বেনামে রয়েছে শত শত কোটি টাকা। দেশে বিদেশে রয়েছে অঢেল সম্পদ এবং বাড়ি গাড়ি। যা সবই শেয়ার মার্কেটে থেকে অবৈধ ভাবে লুটের টাকায় করা বলে সুত্রটি নিশ্চিত করেছে।
সালমান এফ রহমানের সাথে এই ফজলুর রহমানকেও আইনের আওতায় এনে যথাযথ তদন্ত করলে বেরিয়ে আসবে শেয়ার বাজার লুটের চাঞ্চল্যকর সব গোপন তথ্য। যা এখন অত্যন্ত জরুরী। শেয়ার বাজারে সালমানের ডান হাত বলে খ্যাত এই ফজলুর রহমানের বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করার উদ্যোগ নেয়া হলেও সাবেক সরকারের আসলে সংবাদগুলো আলোর মুখ দেখেনি। সরকার পতনের পর পুজিবাজরের ক্ষুদ্র গ্রাহকরা সোচ্চার হওয়ায় কিছু কিছু তথ্য প্রকাশ হওয়া শুরু হয়েছে।