রাজশাহীর গোদাগাড়ীতে সাড়ে ৬ কেজি হেরোইন ও নগদ ১৩ লাখ টাকাসহ শীর্ষ মাদক মাদক কারবারি তারেক হোসেনকে (৩৬) গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার তিরিন্দা ভাজানপুর এলাকা থেকে সেনাবাহিনীর সহযোগিতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর রাজশাহী বিভাগীয় গোয়েন্দা অফিস অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার তারেক হোসেন গোদাগাড়ী উপজেলার মাদারপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে।
মঙ্গলবার দুপুরে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজশাহী কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক গোলাম আযম এসব তথ্য জানান।
তিনি বলেন, হিরোইন ব্যবসায় রাজশাহী অঞ্চলের গডফাদার ছিলেন তারেক হোসেন। তাকে ধরতে নজরদারি করে আসছিল রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়। তারই ফলশ্রুতিতে মঙ্গলবার সকাল ৮টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সেনা সদস্যদের সমন্বয়ে একটি দল গোদাগাড়ীর মাদারপুর গ্রামে অভিযান চালায়।
এসময় ১৩ লাখ টাকাসহ নিজ বাড়ি থেকে তারেককে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তিতে তিরিন্দা ভাজানপুর গ্রামে গরুর খামারে অভিযান চালিয়ে গমের ও ভুট্টার বস্তার আড়ালে লুকানো সাড়ে ৬ কেজি হেরোইন উদ্ধার করে।
তিনি আরো বলেন, এ ঘটনায় গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভাষ্য, রাজশাহী অঞ্চলে আটক হওয়া এযাবতকালের সববৃহৎ হেরোইনের চালান এটি। চক্রের অন্যান্য সদস্যরাও রয়েছে নজরদারিতে।
সংবাদ সম্মেলনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মাসুদ হোসেনসহ রাজশাহী বিভাগীয় অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।