বগুড়ার শেরপুর উপজেলায় শ্যালকের স্ত্রীকে ধর্ষণের অভিযোগে দুলাভাই শাহীন আলমকে (২০) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালের দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের আন্দিকুমড়া গ্রামস্থ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের মহির উদ্দিনের ছেলে।
জানা যায়, বিগত দুই বছর আগে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের আন্দিকুমড়া গ্রামের রাজমিস্ত্রি সোলায়মান আলীর সঙ্গে পাশের কৃষ্ণপুর নামাপাড়া গ্রামের আইয়ুব আলীর মেয়ের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই একই গ্রামের স্বামীর দুলাভাই শাহীন আলম ওই গৃহবধূকে নানাভাবে উত্যক্ত করতে থাকে। এমনকি কু-প্রস্তাবও দেওয়া হয় তাকে। কিন্তু দুলাভাইয়ের প্রস্তাবে রাজী না হওয়ায় ক্ষিপ্ত হয়ে উঠে। একপর্যায়ে গত ৮ ফেব্রুয়ারি দুপুরের দিকে বাড়িতে ওই গৃহবধূকে একা পেয়ে দুলাভাই শাহীন আলম তাকে জোরপূর্বক ধর্ষণ করেছে বলে এজাহারে উল্লেখ করা হয়।
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমনে আইনে থানায় মামলা নেওয়া হয়েছে। সেইসঙ্গে মামলায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে বৃহস্পতিবারই বগুড়ায় আদালতে পাঠানো হয়। এছাড়া ধর্ষণের শিকার ওই গৃহবধূকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।