English

27 C
Dhaka
বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪
- Advertisement -

শেরপুরে বিপুল পরিমাণ মাদকসহ দেশীয় অস্ত্র উদ্ধার

- Advertisements -

শেরপুরে বিপুল পরিমাণ মাদক ও নগদ টাকাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। সেই সাথে ঘটনার সাথে জড়িত দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার দুপুরে সেনাবাহিনী এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক যৌথ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে।

Advertisements

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, বুধবার দুপুরে সেনা ক্যাম্পে গোপন সংবাদের ভিত্তিতে অভিযোগ জানানো হয়, সদর উপজেলার চর মোচারিয়া ইউনিয়নের পশ্চিম মুন্সির চর গ্রামের একটি বাড়িতে বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমাণের মাদক মজুদ রয়েছে।

তথ্যের ভিত্তিতে শেরপুরের সেনা ক্যাম্পের ক্যাপ্টেন নাহিয়ান জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাথে যোগাযোগ করে বেলা আড়াইটার দিকে প্রত্যন্ত ওই গ্রামে যৌথ অভিযান পরিচালনা করেন। এ সময় স্থানীয় মাদক ব্যবসায়ী ও একাধিক হত্যা মামলাসহ বিভিন্ন মামলার আসামি বাবুল মিয়ার বসতঘরে তল্লাশি করা হয়।

অভিযানে তার ঘর থেকে ২৮ গ্রাম হেরোইন, ৪৬০ পিস ইয়াবা, প্রায় সাড়ে ৬ কেজি গাঁজা, এক বোতল বিদেশি মদ, দুই ক্যান বিয়ারসহ মাদক বিক্রির ৪ লক্ষ ৫০ হাজার টাকা এবং দেশীয় দুটি অস্ত্র (চাপাতি ও ছুরি) উদ্ধার করা হয়। এসব মাদক দ্রব্য মজুদ ও বিক্রির অভিযোগে মাদক ব্যবসায়ী বাবুল মিয়ার স্ত্রী কাকলি বেগম (৩২) এবং তার শ্যালিকা জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার ইজলাপাড়া গ্রামের কাবিল মিয়ার কন্যা কাঁকনকে (২৮) আটক করে যৌথ বাহিনী। সেই সাথে উদ্ধারকৃত মাদকদ্রব্য জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ে জমা করা হয়।

Advertisements

আটককৃত দুই নারী প্রাথমিকভাবে জানিয়েছেন, তারা মাদক সেবন ও ব্যবসার সাথে জড়িত। তবে মূল মাদক ব্যবসায়ী বাবুল মিয়া যৌথ অভিযানের খবর পেয়ে বাড়ি থেকে পালিয়ে যায় বলে প্রেস ব্রিফিংয়ে বলা হয়। এর কারণ হিসেবে বলা হয়, বাবুল মিয়ার বাড়ির চারপাশে সিসি ক্যামেরা যুক্ত করা হয়েছে। হয়তো সিসিটিভি ফুটেজে অভিযানের দৃশ্য দেখে টের পেয়ে বাড়ি থেকে সটকে পড়েন তিনি।

এ বিষয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা ফয়সাল আহমেদ জানান, মাদকসহ আটককৃত দুই নারীর বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। সেই সাথে মূল মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন