বগুড়ার শিবগঞ্জের কিচকে চাঞ্চল্যকর ট্রাক শ্রমিক নেতা শহিদুল হত্যাকাণ্ডে জড়িত মামলার ২ আসামীকে গ্রেফতার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। তারা এই হত্যা মামলার এজাহার ভুক্ত আসামী।
জানা যায়, শনিবার (২৬ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কিচক বন্দর এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩টি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়।
তথ্যটি নিশ্চিত করেন শহিদুল হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ইমরান হোসেন। গ্রেফতারকৃতরা হলো, শিবগঞ্জের ধোপাকুর এলাকার মৃত দুদু মিয়ার ছেলে তারিকুল (৩৪) এবং বেলাই কেকাড়পাড়া এলাকার মৃত আছব আলীর পুত্র আমিরুল (৪০)।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হন কিচক ট্রাক শ্রমিক নেতা শহিদুল ইসলাম। তিনি আন্তঃজেলা ট্রাক সমবায় সমিতি কিচক বন্দর শাখার সাধারণ সম্পাদক ছিলেন।
ঘটনার পর নিহত শহিদুলের ভাই আনিছুর রহমান কিচক ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাঈদসহ ১১জনের নাম উল্লেখ করে শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এবিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস (পিপিএম) বলেন, গ্রেফতারকৃত আসামিদের জেল হাজুতে প্রেরণ করা হয়েছে। বাকী অন্য আসামীদের দ্রুত গ্রেফতারের অভিযান চলছে।