বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী জুয়া ও গ্রেফতারি পরোয়ানা আসামীসহ ১২ জন আটক করা হয়েছে। গত ২৪ ঘন্টায় শিবগঞ্জধীন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত হলো, মাদক ব্যবসায়ী এনামুল হক (৪২) জিয়াউল হক (৪০) আজিজুল হক (৩৮) সাইদুল (৩৫) ও প্রতাপ সরকার (৪০)। তাদের বিরুদ্ধে মাদক আইনে দু’টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এদিকে জুয়া খেলার অপরাধে ইয়াকুব আলী (৬১) মোহাম্মদ দুলাল (৩৫), মোহাম্মদ মন্টু (৫৫), শহিদুল ইসলাম (৫৩), মোহাম্মদ কাদের খান (৬০), এবং মোহাম্মদ রায়হান মন্ডল (৩৯) কে জুয়ার আসর থেকে আটক করা হয়। এদের বিরুদ্ধে জুয়া আইনে নিয়মিত মামলা রুজু করে প্রত্যেক কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এবিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম বদিউজ্জান জানান, শিবগঞ্জ মাদক, সন্ত্রাস ও জুয়ারুদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও জুয়ারুদের কোন ছাড় নেই তাদের শেখড় উপড়ানো হবে।