English

26 C
Dhaka
রবিবার, মার্চ ৯, ২০২৫
- Advertisement -

লোহাগাড়ায় পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদা না দেওয়ায় ইটভাটায় হামলা, আহত ২০

- Advertisements -

চট্টগ্রামের লোহাগাড়ায় চাঁদা না দেওয়ায় তিন ইটভাটায় সশস্ত্র হামলা চালিয়েছে পাহাড়ী সন্ত্রাসীরা। এ সময় ইটভাটার মালিক ও ম্যানেজারদের না পেয়ে ২০ জনের অধিক শ্রমিককে মারধর করে পালিয়ে যায় তারা।

বৃহস্পতিবার (৬ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে লোহাগাড়া উপজেলার চরম্বা নোয়ারবিলা রাজঘাটা বান্দরবান সীমান্ত এলাকায় আইবিএম, এনবিকে ও এনবিএম ইটভাটায় এ ঘটনাটি ঘটে।

এ ঘটনায় আহত শ্রমিকরা হলেন, মো. হৃদয়, মোহাম্মদ হোসেন, মো. রুবেল, সবুজ মিয়া, আব্দুর রহিম, মো. আলম হোসেন, সাদ্দাম, মো. আরিফ, মো. হাসান, মো. নাজিম উদ্দিন, সোহেল, খলিলুর রহমবন, জাহাঙ্গীর আলম, সাইফুল ইসলাম, মো. দেলোয়ার, আলাউদ্দিন, ও মো. দেলোয়ার হোসেন প্রমূখ। তাদেরকে স্থানীয় বিভিন্ন বেসরকারী হাসপাতালে চিকিৎসা ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা বলেন, এশারের আজানের পরপরই ৬টি মোটরসাইকেল নিয়ে ১৮ জনের একটি বহর ভারি অস্ত্র হাতে মুখোশ পরে ইটভাটায় হানা দেয়। ইটভাটায় তারা প্রবেশ করলে ম্যানেজার পালিয়ে যায়। ক্ষিপ্ত হয়ে ইঠভাটায় নিয়োজিত শ্রমিকদের ডেকে মোবাইল ও  নগদ টাকা ছিনিয়ে নিয়ে মারধর শুরু করে। পাহাড়ী সন্ত্রাসীরা পালিয়ে গেলে অন্য শ্রমিকরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

আহত শ্রমিক হৃদয় বলেন, আমাকে বাসা থেকে ধরে অফিসের সামনে আনলে দেখি আরো কয়েকজনকে বসিয়ে রেখেছে। পরে সবাইকে মারধর করে ম্যানেজার ও মালিককে খোঁজে না পেয়ে দ্রুত পালিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে লোহাগাড়া থানা পুলিশের ওসি মো. আরিফুর রহমান সঙ্গীয় ফোর্স ও সেনাবাহিনীর ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

ইটভাটার মালিক নুরুল আলম কোম্পানী বলেন, পাহাড়ী সন্ত্রাসীরা গত ১৫ দিন থেকে ফোন দিয়ে আমাকে দেখা করার কথা বলে আসছে। এছাড়া বাহাদুর কোম্পানীকে ১৫ লক্ষ টাকা দেওয়ার কথা বলেছে। তাদের সাথে যোগাযোগ ও দাবিকৃত চাঁদা না দেওয়াতে ইটভাটায় এসে হামলা চালিয়েছে।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান বলেন, ইটভাটায় দাবিকৃত চাঁদা না দেওয়ায় পাহাড়ি সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। তাদের হামলায় ১৬-১৭ জন শ্রমিক আহত হয়েছে। ঘটনার খবর পেয়ে সেনাবাহিনীর টহল টিমসহ ঘটনাস্থল পরিদর্শন করি। এ ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন