র্যাব পরিচয়ে নারায়ণগঞ্জ বন্দরে যাত্রীবাহী বাসের গতিরোধ করে দুই প্রবাসীকে তুলে নিয়ে মারধর ও ডাকাতির ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর ডেমরা থানার আমিনবাগ বাঁশেরপুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম আবদুল হক ওরফে স্বপন (৪৫)। তাকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার মেজর অনাবিল ইমাম।
র্যাব জানায়, ১৪ জানুয়ারি আবু হানিফ ও রাজিব ভূঁইয়া নামে দুজন দুবাই প্রবাসী এয়ারপোর্ট থেকে গুলিস্থান হয়ে একটি বাসে কুমিল্লার উদ্দেশ্যে রওনা হন। বাসটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের বন্দর থানার কেওডালায় পৌঁছালে একটি সাদা রঙের গাড়ি তাদের বহনকারী বাসটির গতিরোধ করে।
পরে কয়েকজন ব্যক্তি বাসে উঠে নিজেদের র্যাব পরিচয় দিয়ে প্রবাসী আবু হানিফ ও রাজিব ভূঁইয়ার বিরুদ্ধে মামলা রয়েছে বলে দাবি করে এবং তাদের নামিয়ে নিয়ে যায়। এরপর দুই প্রবাসীকে ওই সাদা গাড়িতে তুলে হাত-পা বেঁধে মারধর করে। এসময় দুই প্রবাসীর কাছ থেকে নগদ টাকা, মোবাইলসহ সঙ্গে থাকা জিনিসপত্র ছিনিয়ে নেয় তারা।
পরে আবু হানিফ বাদী হয়ে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন। সবশেষ সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মো. আব্দুল হক স্বপনকে ডেমরার আমিনবাগ বাঁশেরপুল এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব।