আধিপত্য বিস্তারের জেরে রাজশাহীর বালিয়াপুকুরে দুই পক্ষের মধ্যে গোলাগুলি, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় আকরাম হোসেন নামের ১ জন গুলিবিদ্ধ হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মনির সঙ্গে একই এলাকার আদর-সনেট বাহিনীর এলাকায় আধিপত্য বিস্তারের দ্বন্দ্ব পূর্ব থেকেই। রাত পৌনে নয়টার দিকে সনেট বাহিনী কাউন্সিলর মনির কার্যালয়ে প্রবেশ করে।
প্রথমে কথা কাটাকাটি এর এক পর্যায়ে সনেট বাহিনী এলোপাতাড়ি গুলি ছোড়ে। ঘটনাস্থলে আকরাম হোসেন নামের একজন গুলিবিদ্ধ হয়। এ সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এর কিছু পরে পুলিশ ঘটনাস্থল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। যদিও ঘটনাস্থল থেকে কাউকে আটক করতে পারেনি পুলিশ।
পুলিশ বলছে, তাদের অভিযান অব্যাহত রয়েছে। তবে ঘটনাস্থলে উপস্থিত থাকা পুলিশ কর্মকর্তারা মিডিয়ার সামনে কোন কথা বলতে চাননি। পুলিশ জানিয়েছেন, উপরের নির্দেশনা রয়েছে।
এদিকে গুলিবিদ্ধ আকরাম হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে রাতে ঢাকায় পাঠানো হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়জিত রয়েছে।