রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ পাঁচ মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় তাদের কাছ থেকে প্রায় ২৪ লাখেরও বেশি মূল্যমানের ৮০ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপভ্যান জব্দ করা হয়।
সোমবার (১৬ অক্টোবর) রাতে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন ধোলাইপাড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- মো. ইয়াছিন (২৩), মো. মশাল (২৩), মো. রাজ্জিকুল ইসলাম (১৯), মোছা. হামিদা বেগম (৪১) ও মো. লুৎফর বিশ্বাস (৩৮)।
মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে র্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন।
র্যাব-১০ এর অধিনায়ক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটকরা পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীর ধোলাইপাড়সহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি ও সরবরাহ করে আসছিল।
আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।