রাজধানীতে হেরোইন, ইয়াবা, ফেনসিডিল ও গাঁজাসহ ৫৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি।
বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে আজ (বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত ডিএমপি এলাকায় অভিযান পরিচালনা করে ৫৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
ডিএমপির গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার ফারুক হোসেন বলেন, ‘অভিযান পরিচালনার সময় তাদের কাছ থেকে ৭ হাজার ৫৫৫ পিস ইয়াবা, ১২১ গ্রাম ১৭০ পুরিয়া হেরোইন, ৪ কেজি ১০০ গ্রাম গাঁজা ও ২৭ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।’
সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য আইনে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চল্লিশটি মামলা দায়ের করা হয়েছে।