ছয় কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ।
গ্রেফতারকৃতরা হলেন, মনোয়ারা বেগম ওরফে মনি ও হাসান মিয়া। এ সময়ে তাদের হেফাজত হতে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
শনিবার তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন মাস্টারবাড়ি রোড এলাকা হতে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা উত্তরা বিভাগের বিমান বন্দর জোনাল টিম।
গোয়েন্দা বিমান বন্দর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কায়সার রিজভী কোরায়েশী গণমাধ্যমকে জানান, গ্রেফতারকৃতরা তাদের সহযোগী মাদক ব্যবসায়ীদের মাধ্যমে বাহ্মণবাড়িয়ার কসবা এলাকা হতে গাঁজা সংগ্রহ করে ঢাকায় নিয়ে আসেন। এরপর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকা’সহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রয় করতেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা হয়েছে।