English

28 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ১৭, ২০২৪
- Advertisement -

যুবলীগ নেতার দাফনকাজ চলাকালীন ৫ মোবাইলফোন চুরি

- Advertisements -

যশোরের ঝিকরগাছা উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি আজগার আলীর দাফনকাজের সময় পাঁচটি মোবাইলফোন খোয়া গেছে।

রোববার (৯ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার বাঁকড়া খালাসীপাড়া বায়তুল আমান জামে মসজিদ চত্বরে জানাজার আগে ও পরে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় একজনকে আটকের পর তিনটি মোবাইল উদ্ধার করা হয়। পরে মারধরের একপর্যায়ে চোর দৌড়ে পালিয়ে যায়। ফোন হারানোর তালিকায় কেন্দ্রীয় যুবলীগ নেতা আনোয়ার হোসেনও ছিলেন।

জানাজা অনুষ্ঠিত হওয়ার সময় কৌশলে কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আনোয়ার হোসেন, হাজিরবাগ ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান মিন্টুসহ অন্তত পাঁচজনের মোবাইলফোন খোয়া যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু বলেন, চোরকে জনতা আটক করেছিল। উত্তম-মধ্যমের একপর্যায়ে সে পালিয়ে গেছে। তবে চুরি যাওয়া পাঁচটি ফোনের মধ্যে তার কাছ থেকে তিনটি উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে ঝিকরগাছা থানার পরিদর্শক (তদন্ত) শেখ অহিদুজ্জামান বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ব্রেন স্ট্রোকের পর শনিবার (৮ অক্টোবর) বিকেল ৫টার দিকে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান যুবলীগ নেতা আজগার আলী (৫৭)।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন