গাজীপুরে পেট্রোল ও গাড়িতে অগ্নিসংযোগের উপকরণসহ ৪ কিশোরকে আটক করেছে পুলিশ। তাদেরকে মহানগরীর সদর থানাধীন দক্ষিণখান এলাকার এশিয়ান হাইওয়ে ঢাকা বাইপাস সড়ক থেকে আটক করা হয়।আজ সোমবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ মাহবুব আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃতরা সবাই গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকায় বসবাস করতো।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার সুবীর কুমার সাহা বলেন, ‘রবিবার রাতে পেট্রোল ও অগ্নিসংযোগের উপকরণ নিয়ে এশিয়ান হাইওয়েতে অপেক্ষা করেছিল তারা। সংবাদ পেয়ে সেখানে অভিযান চালিয়ে চার জনকে আটক করা হয়।
তাদের কাছ থেকে পেট্রোল ও কাপড় পেঁচানো বাঁশের চারটি লাঠিসহ যানবাহনে অগ্নিসংযোগের উপকরণ জব্দ করা হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’