রংপুরের কাউনিয়ায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলায় মোফাজ্জল মণ্ডল (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২১ জানুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার মোফাজ্জল উপজেলার বালাপাড়া ইউনিয়নের ঢুষমারা চরের বাসিন্দা। এর আগে শুক্রবার (২০ জানুয়ারি) বিকেলে ধর্ষণের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শুক্রবার মেয়েকে বাড়িতে একা রেখে ক্ষেতে কৃষি শ্রমিকের কাজে যান মা। বিকেলে শিশুটি মায়ের কাছে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। এসময় রাস্তায় একা পেয়ে মরিচ ক্ষেতে নিয়ে ধর্ষণ করেন মোফাজ্জল মণ্ডল। এসময় শিশুটির চিৎকারে পাশে থাকা দুই নারী এসে ঘটনা দেখতে পান। পরে তাদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে মোফাজ্জল পালিয়ে যান।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ বলেন, এ ঘটনায় শুক্রবার রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে ধর্ষণ মামলা করেন। মামলার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত মোফাজ্জল মণ্ডলকে গ্রেফতার করে পুলিশ।