কক্সবাজারের রামু থেকে মানব পাচারকারী চক্রের অন্যতম হোতা ইদ্রিস (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত ইদ্রিস চট্টগ্রাম লোহাগাড়ার আহমদ কবিরের ছেলে।
র্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল মো. খায়রুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মানব পাচারকারী চক্রের অন্যতম হোতা ইদ্রিসকে আটক করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী দেশে মানব পাচার করে আসছিল।