জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় সাবেক চেয়ারম্যান আবু সাঈদ জোয়াদ্দারের পুত্র তারেক মাকতুম সজিব (৩৪) ও আব্দুল করিম মন্ডল (৪০) নামে দু’মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করেছে র্যাবের সদস্যরা।
সোমবার ভোর ৪টার দিকে উপজেলার গোপিনাথপুর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
তারা হলেন, গোপীনাথপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ জোয়াদ্দারের ছেলে তারেক মাকতুম সজিব (৩৪) ও গোপীনাথপুরের আব্দুস সামাদের ছেলে আব্দুল করিম মণ্ডল (৪০) বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী তারেক মাকতুম সজিব ও আব্দুল করিম মণ্ডল আটক করে হয়েছে। আক্কেলপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়টা নিশ্চিত করেছেন আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান।