English

21 C
Dhaka
রবিবার, নভেম্বর ১৭, ২০২৪
- Advertisement -

মহাস্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২টি হোটেল ও কীটনাশক দোকানে ১৬ হাজার টাকা জরিমানা

- Advertisements -

বগুড়ার মহাস্থানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় মহাস্থান কলেজ গেট সংলগ্ন হাটের পাশে অবস্থিত ৩টি প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৩ ডিসেম্বর) বগুড়া জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সহায়তায় সহকারী প‌রিচালক ইখতেখারুল আলম রিজভীর নেতৃত্বে মহাস্থান শিবগঞ্জ রোডের কলেজ গেটের সামনে এ অভিযান পরিচালিত হয়।
এসময় সহকারী প‌রিচালক ইখতেখারুল আলম রিজভী নিরাপদ নিউজকে কে জানান, মহাস্থান “ভাই ভাই” হোটেলে অভিযান চালিয়ে দেখা যায়, সেখানে অবৈধ প্রক্রিয়ায় মানুষের জীবন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী করা হচ্ছে। সেখানে ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় ৩ হাজার ও একই ভাবে পাশের সোহাগ হোটেলে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর একই মার্কেটে মেসার্স করতোয়া ট্রেডার্স বীজ ও কীটনাশক দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও সংরক্ষণের দায়ে ২০০৯ এর ৫১ ধারায় ওই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জনস্বা‌র্থে এ কার্যক্রম অব্যাহত থাক‌বে বলে জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইখতেখারুল আলম রিজভী।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন