ফুলবাড়িয়ায় অবৈধভাবে গুদামজাত করায় ৩২৭ বস্তা সাদা চিনি জব্দ করা হয়েছে। সেই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদুল করিম।
বুধবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় ফুলবাড়িয়া বাজার বণিক-সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকের মরিচ মহল ব্যবসা প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়।
পরে চান্দের বাজার ব্রিজ সংলগ্ন এলাকায় ওই ব্যবসা প্রতিষ্ঠানের গুদাম থেকে ৩২৭ বস্তা (১৬ হাজার ৩৫০ কেজি) সাদা চিনি অবৈধভাবে মজুদ করায় তা জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুল করিম সাংবাদিকদের জানান, ‘জব্দকৃত ৩২৭ বস্তা সাদা চিনি ন্যায্য মূল্যে বিক্রি করে সরকারি কোষাগারে টাকা জমা দেওয়া হবে। ‘
অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেলিনা আক্তার উপস্থিত ছিলেন।